পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের সদর উপজেলা ও ইন্দুরকানী উপজেলা জুড়ে বুধবার দিনগত রাতে বাসস্ট্যান্ড, খেয়াঘাট, আবাসন, গুচ্ছগ্রাম বিভিন্ন এলাকায় ঘুরে ছিন্নমূল ও শীতার্ত হাজারো মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসণ) মোল্লা আজাদ হোসেন ও সাংবাদিকবৃন্দ।
পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, পিরোজপুরের ছিন্নমূল ও শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে রাতে বিভিন্ন এলাকা ঘুরে ছিন্নমূল ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র দিয়েছি।
প্রতিটি স্বচ্ছল মানুষের উচিৎ সমাজ ও মানুষের জন্য কিছু করা । এসময় তিনি সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
Leave a reply