২০১৯ সালের সর্বোচ্চ গোলদাতারা

|

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বছর শেষ করলেন রবার্ট লেভানডভস্কি। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ডের হয়ে ৫৮ ম্যাচে ৫৪ গোল করেছেন তিনি।

গত এক দশক ধরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রাজত্ব করেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৯ সালে এডিন জেকোর পর মাঝে শুধু ২০১৭ সালে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।

এ বছর লেভানডভস্কির সমান ৫৮ ম্যাচে ৫০টি গোল করেছেন মেসি। কোপা আমেরিকায় নিষিদ্ধের পর জাতীয় দলের হয়ে ৪টি ম্যাচ খেলতে পারেননি তিনি। তিনে থাকা পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ৪৯ ম্যাচে করেছেন ৪৪ গোল। ৪১ গোল নিয়ে তালিকার চারে আছেন ম্যানসিটির ইংলিশ স্ট্রাইকার রাহিম স্টার্লিং। যদিও তার সামনে এ সংখ্যা এগিয়ে নেয়ার সুযোগ রয়েছে এখনো। ইউরোপের বাইরে থেকে ইরান জাহাবি ৪০ গোল ও কার্লোন ভেয়া ৩৮ গোল করে জায়গা নিয়েছেন সেরা দশে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply