দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

|

রাজবাড়ী প্রতিনিধি :
ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে কুয়াশার ঘনত্ব বেড়ে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ফেরি বন্ধ থাকায় উভয় পাড়ে কয়েক শত যানবাহন পদ্মা নদী পারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ আবু আব্দুল্লাহ জানান, বুধবার রাত ৩ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়াতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৭টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় কিছু যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মানুষ ও যানবাহন পারাপারের জন্য বর্তমানে ১৪টি ফেরি চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply