দেশব্যাপী সিরিজ বোমা হামলা, চিকিৎসাধীন অবস্থায় এক আসামির মৃত্যু

|

নিজস্ব প্রতিনিধি:

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার অন্যতম আসামি জেএমবি সদস্য কারাবন্দী নাসির উদ্দীন দফাদার মস্তিষ্কে রক্ত ক্ষরণ জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা কারাগার থেকে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার বিরুদ্ধে মোট ৬ টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান জেল কর্তৃপক্ষ।

নিহত নাসির উদ্দীন দফাদার (৭০) সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ইসলামপুর এলাকার দলিল উদ্দীন দফাদারের ছেলে।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার পর ওই বছরের ১১ সেপ্টেম্বর গ্রেফতার হন জেএমবি সদস্য নাসির উদ্দীন দফাদার। এরপর থেকে তিনি দীর্ঘ প্রায় ১৪ বছর কারাবন্দী থাকার পর আজ বৃহস্পতিবার বিকাল পৌনে ৪ টার দিকে তার মস্তিষ্কে রক্ত ক্ষরণ হলে তাকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, সদর হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়েছে।

জেলার তুহিন কান্তি জানান, নিহত নাসির উদ্দীনের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply