জাতীয় পার্টির সাথে সর্ম্পক পুরনো। তারা কখনো সহিংস রাজনীতি করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয় পার্টির নবম কাউন্সিলে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি।
এসময় ওবায়দুল কাদের আরো বলেন, এরশাদের স্মৃতি মনে পড়ছে। এরশাদ আর জাতীয় পার্টি একে অপরের পরিপূরক। তিনি থাকলে পরিবেশ ভিন্নমাত্রায় থাকতো।
জাতীয় পার্টির কাছে কৃতজ্ঞ জানিয়ে কাদের বলেন, ‘৯৬ এর সরকার গঠনে জাপার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। জেলে বসে সমর্থন দিয়েছিলো।
কাদের বলেন, শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। জাপা সেই কাজটি করে আসছে। দেশের উন্নয়নে ইতিবাচক কাজ করে যাচ্ছে। একসময় বিরোধী দলের ভূমিকা ইতিবাচক ছিলো। ওয়াক আউট, গালাগালি একসময় ঐতিহ্য ছিলো। যা জাপা আসার পর হয়নি।
জাপা ঐক্যবদ্ধ থাকবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। বলেন, আপনারা শক্তিশালী থাকলে আওয়ামী লীগ শক্তিশালী থাকবে।
Leave a reply