ব্যবসায়িক বিরোধের জেরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে নিজ বাসায় ব্যবসায়ী শাহ্ মো. তবারক হোসেনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শনিবার পাঁচ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ রোববার সকালে ডিএমপি মিডিয়া ব্রিফিং এ সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন গোলাম রাব্বী, বাবুল প্রধান, সোহেল প্রধান, ইমন হোসেন ওরফে হাসান, আল-আমিন খন্দকার।
এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, টাকা ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গত বুধবার রাতে তোবারকের ভাই মোবারক হোসেন বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হত্যা মামলা করেন।
Leave a reply