গাজীপুরে গুদামে আগুন

|

গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় রকমারি পণ্যের এক গুদামে আগুনের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ওই আগুনের ঘটনা ঘটেছে। জয়দেবপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের ৬টি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গুদামের মালিক শাহজাহান মিয়ার বড়ভাই মো. আত্তশ আলী জানান, সম্ভবত মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এই আগুনে গুদামে থাকা প্লাস্টিকের চেয়ার, টেবিল, বাটি, অ্যালুমিনিয়ামের হাড়ি-পাতিল, পলিথিন, তুলাসহ নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী পুড়ে যায়। তবে আগুনে কেউ দগ্ধ হয়নি।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমান তদন্তের আগে বলা সম্ভব নয়। আগুনের সময় পাশের বাসায় আটকে পড়া এক মহিলা ও তার শিশুসন্তানকে উদ্ধার করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply