১১ দফা দাবিতে ২য় দিনের মতো আমরণ অনশনে রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকরা

|

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম আর নরসিংদীর রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা।

দাবি আদায়ে নিজ নিজ মিলগেটের সামনে অবস্থান নিয়েছেন খুলনার শ্রমিকেরা। একই দাবিতে স্ব স্ব মিলগেট সামনে অবস্থান নিয়েছেন রাজশাহী, চট্টগ্রাম আর নরসিংদীর শ্রমিকেরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারীরা।

এরআগে ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত একই কর্মসূচি পালন করেন তারা। সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরে তা স্থগিত করা হয়েছিল। কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও, দাবির কোন বাস্তবায়ন না হওয়ায় আবারও আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন শ্রমিকেরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply