অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে সাভারে দুটি বেকারিতে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকার সিদ্দিক ডেইর ফুড ও হাইকো বেকারিতে অভিযান চালায় র্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমান।
র্যাব ৪ জানায় দীর্ঘ দিন ধরে ঋষিপাড়া এলাকার ওই দুটি বেকারির মালিকরা অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে কেক বিস্কুট রুটিসহ নানা খাদ্যদ্রব্য বানিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো।
এসময় নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে সিদ্দিক ডেইরি ফুড এর মালিক রাজিব মিয়াকে দুই লক্ষ ও হাইকো বেকারির মালিক এম এ কুদ্দুস ভুইয়াকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমান।
এদিকে র্যাবের অভিযানের খবর পেয়ে সাভারের বিভিন্ন এলাকার অনেক বেকারির মালিকরা দোকানে তালা ঝুলিয়ে গা ঢাকা দেন।
Leave a reply