৪৮ হাজার কোটি টাকা ‘ঘুষ’ দিলে মুক্তি মিলবে প্রিন্স আল-ওয়ালিদের!

|

সৌদি রাজপবিরারে ডজন খানেক সদস্য কারাবান্দী আছেন এ খবর বেশ পুরোনো। এবং যুবরাজ বিন সালমানের কথা মতো এক বিলিয়ন ডলার ঘুষ দিয়ে ইতোমধ্যে মুক্তি পেয়েছেন তাদের একজন প্রিন্স মুতয়িব বিন আব্দুল্লাহ।

নতুন খবর হলো সৌদি আরবের সবচেয়ে ধনী ব্যক্তি প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালের কাছে ৬ বিলিয়ন ডলার বা ৪৮ হাজার কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। ফোর্বস ম্যাগাজিনের হিসাব মতে, আল-ওয়ালিদের মোট সম্পদের পরিমাণ ১৮ বিলিয়ন ডলার। অর্থাৎ মুক্তি পেতে হলে নিজের সম্পদের তিন ভাগের একভাগ মুক্তিপণ হিসেবে দিতে হবে!

মধপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই এবং মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তাদের নিজেদের সূত্রের বরাতে এ খবর দিয়েছে।

বর্তমানে সৌদি কারাগারে বন্দি রয়েছেন ওয়ালিদ। বিশ্বের ৫৭তম ধনী এ ব্যক্তিসহ আটককৃত সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন সম্প্রতি নজিরবিহীন ক্ষমতাধর হয়ে ওঠা যুবরাজ সালমান। গত মাসের শুরুতে যখন দেশটিতে দুর্নীতিবিরোধী অভিযান শুরু হয় তখন ৬২ বছর বয়সী আল ওয়ালিদ আটক হন।

গত নভেম্বরে কথিত দুর্নীতি বিরোধী অভিযানে সৌদিতে দুই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে রাজপরিবারের সদস্য, সাবেক মন্ত্রী ও বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply