লিবিয়ার তাজুরা শহরের একটি আবাসিক এলাকায় চালানো হয়েছে বিমান হামলা। এতে কমপক্ষে একজন নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ।
গেলো কয়েক দিন ধরেই দেশটিতে তুর্কি সেনা মোতায়েন নিয়ে চলছে উত্তেজনা। এরপরই রাজধানী ত্রিপোলিতে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর নিয়ন্ত্রণ নিয়ে জাতিসংঘ সমর্থিত সরকারের সাথে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে বিদ্রোহী, জেনারেল খলিফা হাফতার বাহিনীর।
জিএনএ সরকারকে সমর্থন জানাতে লিবিয়ায় সেনা মোতায়েনের ঘোষণা দেয় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। প্রস্তাব পাসের জন্য ৮ বা ৯ জানুয়ারি পার্লামেন্ট প্রস্তাব তোলা হবে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রথম দফায় লিবিয়ায় সেনা মোতায়েনের জন্য পার্লামেন্টে বিল পাঠানো হয়েছে।
Leave a reply