যাচাই বাছাইয়ে বৈধতা পেলো আতিকুল-তাবিথ আর তাপস-ইশরাকের মনোনয়ন

|

ঢাকা উত্তর ও দক্ষিণে সিটি নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে।

উত্তরে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির তাবিথ আউয়ালের মনোনোয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র শেখ মো. ফযলে রাব্বী মাসউদ ও সিপিবি’র আহমেদ সাজেদুল হক, প্রগতিশীল গণতান্ত্রিক দলের শাহীন খানের মনোনোয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জিএম কামরুল ইসলাম সিটি করপোরেশনের ভোটার না হওয়ায়, অবৈধ ঘোষণা করা হয়েছে তার মনোনয়ন।

অন্যদিকে, ঢাকা দক্ষিণে সাত মেয়র প্রার্থীর মনোনয়নই বৈধ বলে জানানো হয়েছে। এরমধ্যে আছেন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস, বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ও জাপার সাইফুদ্দিন আহমেদ মিলন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা তিনদিনের মধ্যে আপিল করতে পারবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply