জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেলে তাকে স্থায়ী বহিষ্কার করা হবে।
আজ বৃহস্পতিবার রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের কোন অভিযোগ নেই। কিন্তু নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে র্যাগিং নামক অত্যাচারের ভয় থাকে। যদি কারো বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ পাওয়া যায়, তাহলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
এর আগে, বিশ্ববিদ্যালয়টিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের র্যাগিং দেওয়া নিয়ে শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
Leave a reply