বৈরী আবহাওয়ায় বিরূপ প্রভাব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায়

|

বৈরী আবহাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায়। সকালে বৃষ্টি হওয়ায় মেলা প্রাঙ্গনে দর্শনার্থীর উপস্থিতি খুব কম থাকলেও বিকেলে কিছুটা বেড়েছে দর্শনার্থীদের ভীড়।

এদিকে ছুটির দিনে বাড়তি বেচাকেনার আশা করছেন স্টল মালিকরা। তবে মেলা প্রাঙ্গনে বৃষ্টির পানি জমে থাকায় দুর্ভোগে পড়েছে, ক্রেতা-বিক্রেতারা। হাঁটা চলার অনুপযোগী হওয়ায় ভোগান্তি বাড়ছে। জমে থাকা পানি সরাতে সময় পার করছেন বিক্রয় প্রতিনিধিরা।

বিক্রয় প্রতিনিধিরা জানিয়েছেন, যারা মেলায় আসছেন, তাদের বেশিরভাগ পণ্য সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছেন। এখনও বেশীরভাগ স্টলের নির্মাণ কাজ শেষ হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply