কাজে ফিরেছেন পাটকল শ্রমিকরা

|

টানা ৫ দিনের আমরণ অনশন শেষে কাজে ফিরেছেন খুলনা, চট্টগ্রাম, রাজশাহী এবং নরসিংদীর পাটকল শ্রমিকেরা। সকাল থেকে স্ব স্ব মিলগেটে জড়ো হতে শুরু করে খুলনার ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা। এসময় একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তারা।

কাজে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন পাটকল শ্রমিকেরা। রাজশাহীতে শুক্রবার রাত থেকেই উৎপাদন কাজে যোগ দেন শ্রমিকেরা।

এর আগে টানা ৫ দিনের আমরণ অনশনের পর বৃহস্পতিবার দাবি বাস্তবায়নে বস্ত্র ও পাটমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে ১৫ দিনের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শ্রমিকেরা। দাবি বাস্তবায়ন না হলে ১৬ জানুয়ারি থেকে আবারো আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply