তারকা দম্পতির সন্তান হলে মুখের ওপর আলোটা একটু বেশিই থাকে। যেমনটা আব্রাম খান জয়ের ক্ষেত্রে হয়েছে। সম্প্রতি তার একটি আনমনে গাওয়া গানের ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন উঠেছে।
ভিডিওতে দেখা গেছে, মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ, কাম টু মি হোয়েন আই কল ইউ, এই ছড়াগানটি আনমনে গেয়ে চলেছে জয়। আর সেটিতেই প্রতিক্রিয়া, শুভকামনা জানাচ্ছেন শাকিব-অপুর ভক্তরা জয়ের আধো আধো বোলের এই ছড়া গান শুনেই জয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন অনেকে। কেউ বলছেন, বড় হয়ে গেছে জয়।
জয়ের সেই ছড়াগানটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার মা ও চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজেই। ছেলের গান মোবাইল ক্যামেরায় চুপিচুপি ধারণ করে সেই ভিডিও শুক্রবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে পোস্ট করেন অপু।
নিজেদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলেও ছেলে জয়ের ব্যাপারে খুবই আবেগপ্রবণ শাকিব ও অপু দু’জনেই। শুটিংয়ের জন্য দেশ-দেশান্তরে গেলেও জয়ের কথা ঠিকই মনে রাখেন শাকিব খান। এদিকে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান অপু বিশ্বাস। তাই জয়কে বাবার মতোই ভালোবাসবে এমন মানুষের সন্ধানে রয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে শাকিব-অপুর ঘর আলো করে আব্রাম খান জয়ের জন্ম হয়।
Leave a reply