নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি’র অডিট বাবদ পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ টাকার মধ্যে, আপাতত ১৩৮ কোটি টাকা পরিশোধ করতে রবি অজিয়াটাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এই পাওনা টাকা আগামী ৫ মাসের মধ্যে ৫ কিস্তিতে এ টাকা পরিশোধ করতে বলা হয়েছে। অন্যথায় বিটিআরসি যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে বলে, আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত টাকার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে গ্রামীণ ফোনের মামলায় আপিল বিভাগের আদেশটি আমলে নিয়েছেন। যদিও রবির কাছে ৮৫৭ কোটি টাকা পাওনা দাবি করেছিল বিটিআরসি।
Leave a reply