সংবাদ সংগ্রহ করার সময় ৭১ টিভির সাংবাদিককে লাঞ্ছিত

|

খুলনায় দায়িত্ব পালনের সময় একটি বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। ভাঙচুর করা হয়েছে ক্যামেরা ও মাইক্রোফোন।

শুধু তাই নয় হাতকড়া পরিয়ে ওই সাংবাদিকদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। দুপুরে নগরীর যশোর রোডে এইচআরসি অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন ৭১ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু ও ক্যামেরাপার্সন আরিফুল রহমান সোহেল।

তারা জানান, বিশুদ্ধ পানি সরবরাহের নামে যেখানে-সেখানে রাস্তা খোঁড়াখুঁড়ি নিয়ে প্রতিবেদন করতে, যশোর রোড এলাকায় গেলে তাদের বাধা দেয়া হয়। এক পর্যায়ে প্রকল্প সংশ্লিষ্ট চীনা প্রকৌশলী ও ওয়াসার কর্মচারিরা তাদের লাঞ্ছিত করে। ভাঙচুর করা হয় ক্যামেরা ও মাইক্রোফোন। এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ করেন গণমাধ্যমকর্মীরা।

পরে ঘটনাস্থলে ছুটে আসেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় ঘটনায় জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণ দেয়ার জন্য ওয়াসা কর্তৃপক্ষকে আহ্বান জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply