৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল শুরু

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
ঘন কুয়াশার কারণে সারারাত বন্ধ থাকার পর সাড়ে ৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসিসহ ঘাট সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা নামার পর থেকেই গুরুত্বপূর্ণ শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। কুয়াশার পূরত্ব বেড়ে সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে রাত ২টার দিক ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় ৬টি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করতে বাধ্য হয়। প্রায় সাড়ে ৭ ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে কুয়াশার প্রাধান্য কমে আসলে ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়।

ফেরি বন্ধের কারণে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট ও মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটে ৫শতাধিক ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে ছিল। উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম মিয়া বলেন, কুয়াশার তীব্রতার কারণে দুর্ঘটনা এড়াতে সাড়ে ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার তীব্রতা কমলে ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply