স্টাফ রিপোর্টার, যশোর
যশোরে অপহরণকারী চক্রের সাত সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাতে শহরের মাইকপট্টি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কহিদুল ইসলামকে উদ্ধার এবং অপহরণকারীদের আটক করে। এসময় তাদের কাছ থেকে মুক্তিপণের নগদ ১৮,৫০০ টাকা, স্ট্যাম্প, চেক ও বিভিন্ন ব্রান্ডের মোবাইলের মাদারবোর্ড উদ্ধার করা হয়।
কহিদুল ইসলাম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর কাগমারি গ্রামের মোবাইল ব্যবসায়ী। আটককৃতদের বাড়ি যশোর ও পাবনা জেলায়।
ডিবি পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে এগারোটার সময় শহরের মাইকপট্টি থেকে মোবাইল ব্যবসায়ী কহিদুল ইসলাম অপহরণ হয়। অপহরণকারীরা তার কাছ থেকে নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় এবং তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃত কহিদুলের ভাই রাশিদুলের অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ পৌর এলাকার একটি বাড়ি থেকে অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীদের আটক করে। এ ঘটনায় ডিবি পুলিশ কোতয়ালী থানায় মামলা করেছে।
Leave a reply