রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতার দাবিতে মহাসমাবেশ করছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন।
সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন দেশের ৩২৭টি পৌরসভার প্রায় ২৫ হাজার কর্মকর্তা-কর্মচারী। এসময় তারা অভিযোগ করেন, দেশের ৭৬ ভাগ পৌরসভায় ২ থেকে ৫৮ মাস পর্যন্ত বেতন-ভাতা পাচ্ছেন না কর্মচারীরা। এতে সাড়ে ১২ হাজার স্থায়ী’র পাশাপাশি প্রায় বিশ হাজার অস্থায়ী কর্মচারী পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এনিয়ে একাধিকবার মন্ত্রীসহ উর্ধ্বতন কর্মকর্তাদের স্মারকলিপি দেয়া হলেও কোনো সমাধান আসেনি। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে সমস্যার সুরাহা না হলে ২৫ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন তারা।
যমুনা অনলাইন/এইচকেএফ
Leave a reply