রোববার ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলা চালানোর দায় স্বীকার কররো কট্টরপন্থী হিন্দুত্ববাদী দল ‘হিন্দু রক্ষা দল’।
দলটির নেতা পিঙ্কি চৌধুরী এ হামলার দায় স্বীকার করেন। তিনি বলেন, ‘‘জেএনইউ জাতীয়তা-বিরোধী ক্রিয়াকলাপের আখড়া। আমরা এটা বরদাস্ত করব না। জেএনইউয়ের হামলার সম্পূর্ণ দায় আমরা নিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি ওরা (হামলাকারীরা) ছিল আমাদেরই কর্মী।”
তবে সমালোচকরা বলছেন, বিজেপির ছাত্র সংগঠন (এবিভিপি) অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উপরে ওঠা অভিযোগকে সরিয়ে দেওয়ার জন্যই দায় নিতে চাইছে হিন্দু রক্ষা দল।
তবে এ হামলার ঘটনায় আহত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ হামলার দায় দিয়েছেন বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি’র উপর।
রোববারের হামলার একটি ভিডিও ক্লিপ ও কয়েকটি ছবিতে এক তরুণকে এবিভিপির জেএনইউ এগজিকিউটিভ কমিটির সদস্য বিকাশ প্যাটেল বলে চেনা যাচ্ছে। তাঁকে সেদিন হামলা চালাতে আসা দুষ্কৃতীদের সঙ্গে দেখা গিয়েছে লাঠি হাতে।
Leave a reply