চিকিৎসকের অনুমতি পেলে রাজধানীর কুর্মিটোলায় নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আগামীকাল ডিসচার্জ করা হবে বলে জানান ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন
এদিকে, নির্যাতনের শিকার ঢাবি শিক্ষার্থীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, ক্রমশই হচ্ছে উন্নতি। চিকিৎসাধীন ছাত্রীকে দেখে আসার পর এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান।
আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে ভুক্তভোগীকে দেখতে গিয়ে তিনি একথা জানান। বলেন, মানসিকভাবে শক্ত ও সুস্থ হয়ে উঠছে ধীরে ধীরে। এসময় ধর্ষকের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঢাবি প্রশাসন সবসময় ভুক্তভোগীর পাশে আছে বলে জানান তিনি।
Leave a reply