রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আইনি সহায়তা দেবে বাংলাদেশ আইন সমিতি। সংগঠনটি ইতোমধ্যে ২৫ সদস্যের একটি প্যানেলও ঘোষণা করেছে।
বুধবার সমিতির সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক কেশব রায় চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দ্রুততম সময়ে ধর্ষককে গ্রেফতার করায় সংগঠনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, একই সাথে ধর্ষিতাকে সকল প্রকার আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ আইন সমিতির পক্ষ থেকেপঁচিশ সদস্যবিশিষ্ট আইনজীবী প্যানেল ঘোষণা করা হয়েছে। উক্ত প্যানেলের নেতৃত্ব প্রদান করবেন ঢাকা মহানগর পিপি অ্যাডভোকেট জনাব মো. আবদুল্লাহ আবু। উক্ত প্যানেলের অন্যান্য সদস্যগণ হলেন- অ্যাডভোকেট আবদুল্লাহ মাহমুদ হাসান, অ্যাডভোকেট মো. নিজামুল হক, অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান, অ্যাডভোকেট ইকবাল হোসেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট মো. আনোয়ারুল কবির বাবুল, অ্যাডভোকেট এ কে এম আলমগীর, অ্যাডভোকেট চৈতন্য চন্দ্র হালদার, অ্যাডভোকেট মো. মঞ্জুরুল আলম, অ্যাডভোকেট মো. সাইফুল মালেক চৌধুরী, অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম, অ্যাডভোকেট তাপস কুমার দাস, অ্যাডভোকেট মো. রেজাউল করিম, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মনসুর, অ্যাডভোকেট মো. শাহীনুর ইসলাম, অ্যাডভোকেট খাজা গোলামুর রহমান, অ্যাডভোকেট মো. আবু হানিফ, অ্যাডভোকেট মো. মাসুম মিয়া, অ্যাডভোকেট মো. শাহ্ আলম মিছিল, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম শাওন, অ্যাডভোকেট মো. ওমর ফারুক আসিফ, অ্যাডভোকেট সবুজ বাড়ৈ সজীব, অ্যাডভোকেট মো. আতিকুর রহমান ও অ্যাডভোকেট মো. রহিম মিয়া।
Leave a reply