ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মজনুকে আজ বৃহস্পতিবার আদালতে নেয়ার কথা রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মজনুর রিমান্ড চাইবে পুলিশ।
বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। গত রাতেই র্যাব তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।
গতকাল ঢাবি শিক্ষার্থীর মোবাইল ফোনের সূত্র ধরে ভোরে মজনুকে রাজধানীর শেওড়া থেকে গ্রেফতার করা হয়।
পরে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে ব্রিফিং’য়ে র্যাব জানায়, অভিযুক্ত ধর্ষক মজনু মাদকাসক্ত; ভিক্ষুক এবং প্রতিবন্ধী নারীদের ধর্ষণ করা তার নেশা।
মজনুর কাছ থেকে এসময় উদ্ধার হয় ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক আর ব্যাগ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে সে।
ধর্ষণের এক পর্যায়ে ঢাবি ছাত্রীকে হত্যার চেষ্টাও করে মজনু। র্যাব কর্মকর্তারা জানান, ধর্ষক মজনু সিরিয়াল রেপিস্ট, মানসিক প্রতিবন্ধী আর ভিক্ষুকদের টার্গেট করে চালাতো নির্যাতন।
Leave a reply