আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় তালেবান নেতাসহ নিহত ৬০

|

আফগানিস্তানের হেরাত প্রদেশে মার্কিন ড্রোন হামলায় প্রাণ গেছে তালেবান নেতা মোল্লা নানগিয়ালে। বৃহস্পতিবারের অভিযানে ৬০ জনের বেশি মানুষ মারা গেছেন।

প্রাদেশিক মুখপাত্র জানান, ইরান সীমান্তবর্তী শিনদাদ শহরের একটি গোপন আস্তানায় প্রাণ হারান ওই স্প্লিনটার গ্রুপ কমান্ডার। জানান, ড্রোনের আঘাতে বেসামরিক আফগানদের প্রাণ গেছে; আহত হন অনেকে।

যুক্তরাষ্ট্র এই অভিযানের সত্যতা স্বীকার করে জানিয়েছে, বেসামরিক হতাহতের ব্যাপারটি খতিয়ে দেখবে তারা। কারণ, ড্রোন হামলার মূল লক্ষ্য ছিলো তালেবান কমান্ডার। ২০১৩ সালে, তালেবান নেতা মোল্লা ওমরের মৃত্যুর পর মূল সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে, ছোট্ট একটি দলে যোগ দেন নানগিয়ালে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply