রাশিয়া ও তুরস্কের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখান করেছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় বিদ্রোহী কমাণ্ডার খলিফা হাফতার। রাজধানী ত্রিপোলি থেকে সন্ত্রাসী গোষ্ঠী নির্মুলে সামরিক অভিযান চলবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তার মুখপাত্র জানান, একমাত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিনাশের মাধ্যমেই দেশের রাজনৈতিক পূনর্জাগরণ ও স্থিতিশীলতা নিশ্চিত হওয়া সম্ভব। গেল বুধবার ইস্তামবুলে বৈঠকের পর লিবিয়ায় বিবদমান দু’পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানায় রাশিয়া ও তুরস্ক।
এদিকে সিরিয়ার ইদলিবে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া-তুরস্ক। বৃহস্পতিবার মস্কোর স্থানীয় সময় দুপুর ২টা থেকে কার্যকর হয় অস্ত্রবিরতি। গত ডিসেম্বরেই ইদিলিব পরিস্থিতি নিয়ে আলোচনায় রাশিয়া সফরে যান তুর্কি প্রতিনিধিরা। দফায় দফায় আলোচনার পর অস্ত্রবিরতিতে সম্মত হয় দু’পক্ষ।
Leave a reply