গাজীপুরে কারখানায় আগুন

|

গাজীপুর সিটি কর্পোরেশনের জরুন এলাকায় ইসলাম নীট কম্পোজিট লি: কারখানায় অগ্নি কাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর, ডিবিএল, কালিয়াকৈরসহ ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস বিভাগ জানায়, আজ দুপুর দেড়টার সময় কারখানার ৫ম তলায় আগুন লাগে। মুহূর্তে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও আশেপাশের ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবে পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে। কিভাবে আগুন লাগছে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলতে পারেনি । তবে তাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস বিভাগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply