ইরাকে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে শীর্ষস্থানীয় একজন গেরিলা কমান্ডার নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে ডেইলি মেইল।
তালেব আব্বাস আলি আল সায়েদ নামের এই গেরিলা নেতা ইরানপন্থী গেরিলা সংগঠনগুলোর জোট ‘পপুলার মবিলাইজেশন ফোর্সেস’ এর শীর্ষ নেতা।
একই জোটের আরেক শীর্ষ নেতা মাহদি আল মুহান্দিস সম্প্রতি ইরানি জেনারেল সোলাইমানির সাথে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছিলেন।
ইরানপন্থী ৪০ টি শিয়া গেরিলা সংগঠনের জোট হলো ‘পপুলার মবিলাইজেশন ফোর্সেস’। ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে এই জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
গত ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় জেনারেল সোলাইমানির মৃত্যুর পর আইএস বিরোধী লড়াইয়ের অন্যতম দুই অংশীদার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্ক সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে তলানিতে পৌঁছেছে।
সোলাইমানির হত্যার বদলা হিসেবে ইরাকে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে ইরান। এতে মার্কিনীদের কোনো প্রাণহানি না ঘটলেও ভুলবশত একটি ইউক্রেনিয়ান বিমানে মিসাইল নিক্ষেপ করলে ১৭৬ জন নিরীহ যাত্রী প্রাণ হারান।
Leave a reply