ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সদরের মধ্যবাজার এলাকায় সোমবার সকালে কোচিংয়ে যাওয়ার পথে বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহতের নাম তিথি পাল (১৩)। এ সময় আহত হয় আরেক শিক্ষার্থী রূপা চক্রবর্তী।
তিথি পাল উপজেলার মধ্যবাজার চাল মহালের রঞ্জন পাল মনার মেয়ে। সে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। আহত রূপা কালিখলা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের কর্তা উত্তম চক্রবর্তীর মেয়ে। তার বাড়ি নেত্রকোনার সুসংদুর্গাপুরে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ৭টার দিকে দুই বান্ধবী রাস্তার পাশ দিয়ে কোচিংয়ে যাওয়ার পথে মধ্যবাজার এলাকায় পিছন দিক থেকে বালুবোঝাই দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তিথি পাল। গুরুতর আহত রূপা চক্রবর্তীকে গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের চালক ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।
এলাকাবাসী এ সময় ট্রাকচালক হুমায়ুন মিয়া ও ট্রাকের হেলপার মো. রবিনকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তিথি হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন শিক্ষার্থীরা।
Leave a reply