চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে ৮৭ হাজার ২শ’ ৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোসলেম উদ্দিন আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র আবু সুফিয়ান পেয়েছেন ১৭ হাজার ৯শ’৩৫ ভোট।
ভোট পড়েছে ২২.৯২ শতাংশ। এর আগে সকাল নয়টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। বিএনপির প্রার্থী আবু সুফিয়ান অভিযোগ করেন, বহিরাগতরা কেন্দ্রগুলো ঘিরে রাখে। ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধাও দেয়া হয়। অনিয়মের অভিযোগ এনে ভোট স্থগিত করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন বিএনপি প্রার্থী।
তবে, এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করেন আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন আহমদ। ১৭০টি কেন্দ্রের প্রতিটিতে ইভিএম-এ ভোট নেয়া হয় ।
Leave a reply