অস্ট্রেলিয়ায় চার মাস ধরে জ্বলতে থাকা দাবানলের প্রভাব পড়তে শুরু করেছে মেলবোর্নেও। নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া রাজ্যে জ্বলতে থাকা আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে মেলবোর্ন শহর।
যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ক্ষতিগ্রস্থ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বন্যপ্রাণী রক্ষায় নেয়া হয়েছে জরুরি পদক্ষেপ। বাড়ানো হয়েছে তহবিল।
দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, কযেক দিনের মধ্যে ভিক্টোরিয়া রাজ্যে বৃষ্টির সম্ভবনা রয়েছে। এতে কিছুটা কমতে পারে আগুনের মাত্রা। এদিনে, প্রাণহানীর সংখ্যা না বাড়লেও পুড়ছে নতুন নতুন এলাকায়। সেপ্টেম্বর থেকে জ্বলতে থাকা আগুনে পুড়ে গেছে ২ কোটি ৭০ লাখ বেশি একর এলাকা যা আয়োতনে প্রায় গোটা যুক্তরাজ্যের অর্ধেক।
Leave a reply