জেরুজালেমের ঐতিহাসিক মর্যাদা রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের পাশে থাকার ওপর জোর দিলেন সৌদি বাদশাহ সালমান।
বুধবার রিয়াদে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সাথে বৈঠকে এ আহ্বান জানান তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদে জেরুজালেম ইস্যুতে পাস হওয়া প্রস্তাবকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে আখ্যা দেন দুই নেতা। এদিকে তিউনিশিয়া সফরে গিয়ে পবিত্র শহর জেরুজালেমের মর্যাদা নিয়ে কোন ধরনের আপোস না করার হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ অঞ্চলে মার্কিন কোন পদক্ষেপ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে জেরুজালেম ইস্যুতে এখনও উত্তপ্ত পশ্চিম তীর ও গাজা। বুধবারও দফায় দফায় ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন চালায় ইহুদি সেনারা।
যমুনা অনলাইন/এইচকেএফ
Leave a reply