রাসেল তাণ্ডবে চট্টগ্রামের বিদায়

|

আন্দ্রে রাসেলের ব্যাটিং তাণ্ডবে শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে উঠেছে রাজশাহী রয়্যালস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২ উইকেটে হারিয়ে বিপিএল সপ্তম আসরের ফাইনাল নিশ্চিত করল রাজশাহী। আগামী ১৭ জানুয়ারি মিরপুর শেরেবাংলায় ফাইনাল ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ খুলনা টাইগার্স।

১৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৪ রানে আফিফ হোসেন, লিটন কুমার দাস ও অলক কাপালির উইকেটে হারিয়ে বিপাকে পড়ে যায় রাজশাহী। এরপর চতুর্থ উইকেটে শোয়েব মালিকের সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন ইরফান শুক্কর। ৩ উইকেটে ৮০ রান করা রাজশাহী। এরপর আবারও নিয়মিত ব্যবধানে উইকেট পতন।

ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে রাসেল যখন ব্যাটিংয়ে নামেন তখন রাজশাহীর প্রয়োজন ছিল ৪০ বলে ৮৩ রান। ব্যাটিংয়ে নেমেই তাণ্ডব শুরু করেন রাসেল। মাত্র ২২ বলে ৫৪ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ক্রিস গেইলের অর্ধশত রানের সুবাধে ১৬৪ রান করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply