কেরালা ট্যুরিজমের অফিসিয়াল হ্যান্ডেলে একটি টুইট করা হয়। যেখানে একটি খাবারের ছবি দিয়ে উল্লেখ করা হয়, কেরালায় পাওয়া যাবে নতুন পদের গরুর মাংস। নেটিজেনদের সেই পদের স্বাদ উপভোগ করতে কী কী দিয়ে তৈরি এই মাংস তার কিছু উপাদানের কথা উল্লেখ করা হয়। এরপর কমেন্ট মারফত, শুরু হয় শব্দ যুদ্ধ।
১৫ জানুয়ারি কেরল টুরিজমের তরফে একটি গোমাংসের রেসিপির বিজ্ঞাপন দেওয়া হয়। পদটির নাম উলারথিয়াথু। এই খাবারটিকে কেরলের অন্যতম সুস্বাদু খাবার বলে প্রচার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ দিনই দেশ জুড়ে পালিত হয়েছে মকর সংক্রান্তি। দক্ষিণ ভারতে এই দিনেই পালিত হয় পোঙ্গল। শবরীমালা মন্দিরে পালিত হয় মকর ভিলাক্কু। উৎসবের দিনে এই বিজ্ঞাপনেই চটেছেন বিজেপিন্থীরা। দলটির একাধিক নেতানেত্রী টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
সূত্র: আনন্দবাজার, ইন্ডিয়ান এক্সপ্রেস।
Leave a reply