ঢাকার দুই সিটির নির্বাচন পিছিয়ে ১ ফেব্রুয়ারি

|

সরস্বতী পূজার দিন নির্বাচনের তারিখ নির্ধারণ করা নিয়ে তীব্র বিতর্কের মুখে অবশেষে পেছানো হলো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ।

আগামী ৩০ জানুয়ারির পরিবর্তে ১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিটি নির্বাচন।

আজ শনিবার নির্বাচন কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা।

এরআগে আজ বিকেলে সকল নির্বাচন কমিশনারদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে ৩০ জানুয়ারি নির্বাচনের তারিখ পেছানোর দাবি তোলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। একই দাবিতে আন্দোলন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নির্বাচন পেছানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে আমরণ অনশনেও বসে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply