ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন পেছানোর খবরে টিএসসিতে আনন্দ উল্লাস করে সরস্বতী পূজার দিন নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এরপর নির্বাচন পেছানোর দাবিতে অনশণরত শিক্ষার্থীদের অনশন ভাঙ্গান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান।
এ সময় উপাচার্য বলেন, গণতান্ত্রিক ও আসম্প্রাদায়িক মুল্যবোধে উজ্জীবিত হয়েই নির্বাচন কমিশন ভোট গ্রহণের দিন পিছিয়ে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রমাণ হল এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির।
আন্দোলকারী শিক্ষার্থীরা বলেন, নির্বাচন পেছনানোর সিদ্ধান্তে অসম্প্রাদায়িক চেতনার বিজয় হয়েছে। ভবিষ্যতে এ ধরণের সিদ্ধান্ত না নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। পরে তারা একটি বিজয় মিছিল বের করেন।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজার দিনে ঢাকা সিটি করপোরেশন এর দুই সিটির নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে গত বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেছিলেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। অনশনে প্রায় ২৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
Leave a reply