ঝালকাঠিতে বৌভাত অনুষ্ঠানের খাবার খেয়ে শিশুসহ অর্ধশত মানুষ অসুস্থ হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আজ রোববার সন্ধ্যায় একে একে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ ব্যক্তি ও তাদের আত্মীয় স্বজনরা জানায়, প্রতাপ গ্রামের নজরুল ইসলামের সাথে পার্শ্ববর্তী গ্রাম ভৌরবপাশার ছাবিনা আক্তারের বিয়ে হয়। রোববার ছেলের বাড়িতে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর ওই অনুষ্ঠানে তিন শত অতিথি হয়ে অংশ নেয় এবং বৌভাতের খাবার খায়। খাবার খাওয়ার ২ ঘণ্টা পর থেকেই একে একে বমি ও পেট ব্যথায় ডায়রিয়া আক্রান্ত ও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। এখন পর্যন্ত সদর হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছে। আর ৩০/৪০ জন বরিশাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সিয়াম আহসান জানান, খাদ্যে বিষক্রিয়া থেকে এরা সবাই অসুস্থ হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে শিশু এবং বৃদ্ধরা বেশি অসুস্থ হয়ে পড়েছে। তাদের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Leave a reply