রোববার রাতে হঠাৎ করেই বাংলাদেশ সফরে আসেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী (সিইও) মানু সোয়ানি ও কমার্শিয়াল জেনারেল ম্যানেজার ক্যাম্পবেল জেমিসন। ঢাকা সফরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
২০২৪ সাল পর্যন্ত আইসিসির সব ইভেন্টের আয়োজক চূড়ান্ত। এরপর থেকে নিলামের মাধ্যমে বিশ্বকাপসহ আইসিসির বিভিন্ন ইভেন্টের আয়োজক নির্ধারিত হবে। সেই বিষয়ে আলোচনা করতেই ক্রিকেট খেলুড়ে সব দেশে সফর করছেন আইসিসির প্রতিনিধিরা। তার অংশহিসেবেই বাংলাদেশে এসেছেন আইসিসির এই দুই কর্মকর্তা।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের পাশাপশি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে বৈঠক করেন।
এ ব্যাপারে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী বলেন, বিভিন্ন সময় যে সব দেশ আইসিসি ইভেন্ট হোস্ট করেছে, সেই দেশগুলোতে ওরা সফর করছে। ইভেন্টগুলো সম্পর্কে বোঝানোর জন্য। এই টুর্নামেন্ট করলে লাভ কী, সে সম্পর্কে বোঝাবে। এটা একটা বিডিং প্রসেসের মাধ্যমে হবে। লাভ-ক্ষতি দেখে আমরা বিডিংয়ে অংশ নেব।
Leave a reply