ডিসপ্লে অফ করে শুনুন ইউটিউবের গান

|

গান শোনা বা ভিডিও দেখার প্লাটফর্ম ইউটিউব বিশ্বব্যাপী এখন ব্যাপক জনপ্রিয়। এ প্লাটফর্মটি থেকে অনেকেই ভিডিও দেখার পাশাপাশি অডিও গানও শুনতে চান; তবে এ ক্ষেত্রে অ্যাপ অথবা ওয়েবসাইট দুই ব্যবহার করে ইউটিউব ব্যবহার করলেই স্মার্টফোনের ডিসপ্লে অন রাখা বাধ্যতামূলক। শুধু প্রিমিয়াম গ্রাহকরাই ডিসপ্লে বন্ধ করে শুনতে পান। আজকের টিপসে জানাব কীভাবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই স্মার্টফোনের ডিসপ্লে বন্ধ করে ইউটিউব চালানো যায়। * প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে ভিএলসি প্লেয়ার ডাউনলোড করতে। * ভিএলসি ডাউনলোড শেষ হলে ইউটিউব ওপেন করুন। ষ যে ভিডিও চালাতে চান সেটি ওপেন করুন। * এবার শেয়ার বাটন সিলেক্ট করে ভিএলসি ফর অ্যান্ড্রয়েড সিলেক্ট করুন। * এবার ভিএলসি প্লেয়ারে এ ভিডিও চলতে শুরু করবে। ডান দিকে তিন ডট মেনুতে ‘প্লে অ্যাস অডিও’ সিলেক্ট করুন। এবার আপনার ভিএলসি ফর অ্যান্ড্রয়েড অ্যাপে ইউটিউব ভিডিওটি অডিও ফাইল হিসেবে চলতে শুরু করবে। ফোনের ডিসপ্লে অফ করে দিলেও প্লে-ব্যাক চালু থাকবে। এমনকি নোটিফিকেশন প্যানেল ও লক স্ক্রিন থেকে প্লে ব্যাক কন্ট্রোল করা যাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply