প্যারাগুয়েতে জেল থেকে পালিয়েছে কমপক্ষে ৭৫ কয়েদি। সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে জেল পরিচালককে। কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ সুড়ঙ্গ খুড়ে পালায় সন্ত্রাসীরা। এদের বেশির ভাগই ব্রাজিলের কুখ্যাত গ্যাংয়ের সদস্য।
পুলিশের দাবি, বহুদিন ধরেই পালানোর পরিকল্পনা ছিল তাদের। এতে জেল কর্তৃপক্ষের অনেকেই জড়িত থাকতে পারে বলে সন্দেহ নিরাপত্তা বাহিনীর।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। পলাতকদের সন্ধানে চলছে জোরালো অভিযান। ব্রাজিল প্রশাসন জানিয়েছে,পলাতক কয়েদিদের ৪০ জন তাদের দেশের নাগরিক।
সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে দেশটি। সবগুলো প্রবেশদ্বারে টাঙিয়ে দেয়া হয়েছে সন্ত্রাসীদের ছবি।
Leave a reply