স্কটল্যান্ডকে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করল বাংলাদেশ

|

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম দুই খেলায় টানা জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পায় দলটি ও মঙ্গলবার স্কটল্যান্ডকে হারায় ৭ উইকেটে। টানা দুই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সি গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার লিগে খেলা নিশ্চিত করল বাংলাদেশ।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার পটফেসরুমের উইটারেন্ড ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রকিবুল হাসানের ঘূর্ণিবলে বিভ্রান্ত হয়ে ৩০.৩ ওভারে ৮৯ রানে অলআউট স্কটল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন উইজার শাহ।

বাংলাদেশ দলের হয়ে ৫.৩ ওভারে ২০ রানে হ্যাটট্রিকসহ ৪ উইকেট শিকার করেন রকিবুল। এ ছাড়া দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

৯০ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৬.৪ ওভারেই দলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। দলের জয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৫ রান করেন মাহমুদুল হাসান জয়। এ ছাড়া ২৫ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ১৭ রান করেন তাওহীদ হৃদয়। ১০ রান করেন শামিম হোসেন।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২৪ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ যুব দল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply