ভারতে তাৎক্ষণিক বিয়ে বিচ্ছেদে ‘তিন তালাক’ চর্চায় শাস্তির বিধান রাখার প্রস্তাব পাস হয়েছে।
তাৎক্ষণিক তালাককে ফৌজদারি অপরাধের তকমা দিতে আজই সংসদে বিলটি পেশ করেছিল সরকার। এআইএমআইএম, এআইএডিএমকে, বিজেপি-র মতো কয়েকটি দল এই বিলের বিরোধিতা করে। কংগ্রেসের তরফেও কিছু সংশোধনের দাবি তোলা হয়। কিন্তু তিন তালাক বিলকে কংগ্রেস সমর্থন করবে বলেও জানিয়ে দেওয়া হয়। লোকসভায় বিলটি উত্থাপন করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
বিবাহিত মুসলিম নারীদের অধিকার রক্ষায় খসড়া বিলটিতে, ‘তিন তালাক’কে অপরাধমূলক চর্চা হিসেবে আখ্যায়িত করা হয়। ভারতীয় সমাজব্যবস্থায় প্রচলিত মৌখিক বিয়ে বিচ্ছেদ বা ‘তিন তালাক’ প্রথা নির্মূলে প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছেন দেশটির নারী অধিকার কর্মীরা। তবে প্রস্তাবিত আইনের কোনো ধারা পবিত্র কুরআনের নির্দেশিত বিধিমালার সাথে সাংঘর্ষিক হলে তা মেনে না নেয়ার ঘোষণা দিয়েছে সর্বভারতীয় মুসলিম নারী অধিকার সংস্থা।
চলতি মাসেই বিলটি অনুমোদন দেয় ভারত সরকার। এর আগে, আগস্টে ‘তিন তালাক’কে অসাংবিধানিক আখ্যা দেয় দেশটির সর্বোচ্চ আদালত।
যমুনা অনলাইন- এফআর।
Leave a reply