বৃহস্পতিবার রাত ও আজ শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার পাতা নকল ওষুধসহ তিন জনকে আটক করেছে সিআইডির একটি দল। এসব নকল ওষুধের বেশিরভাগই চীন থেকে আমদানি করা হয়েছে।
সিআইডি কর্মকর্তারা জানান, বিভিন্ন ওষুধ কোম্পানির অভিযোগের প্রেক্ষিতে গত দেড় মাস অনুসন্ধান শেষে তাঁতীবাজার থেকে নকল ওষুধ বিক্রেতাদের আটক করা হয়। এদের মাঝে বৃহস্পতিবার রাতে রুহুল আমিন, নিখিল রাজবংশী এবং শুক্রবারে মোহাম্মদ সাইদকে আটক করা হয়।
বিপুল পরিমাণে নকল ওষুধ চীন থেকে আমদানি করে ঢাকার মিটফোর্ডের ওষুধ মার্কেটসহ বিভিন্ন জেলায় বাজারজাত করা হতো বলে প্রাথমিক জিঞ্জাসাবাদে স্বীকার করেছে আটককৃতরা। জব্দ নকল ওষুধের মাঝে ক্যান্সার প্রতিরোধক এমটি এক্স, ক্লোমাইড এবং রিভোকন ওষুধ রয়েছে। নকল ওষুধদের পাশাপাশি আটককৃতদের কাছ থেকে নগদ সাড়ে তিন লাখ টাকাও উদ্ধার করা হয়।
সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বলেন, বিভিন্ন নামি-দামি কোম্পানির যেসব ওষুধ আমরা আমদানি করি সেসব নকল করে এরা বিক্রি করে আসছিল।
Leave a reply