লেবাননে নবগঠিত সরকারকে প্রত্যাখ্যান করলো বিক্ষোভকারীরা

|

Lebanese protesters hurl stones at riot police guarding a road leading to parliament in central Beirut on January 19, 2020 amid ongoing anti-government demonstrations. - Lebanese anti-riot police fired rubber bullets and water cannons at stone-throwing demonstrators in the Lebanese capital today, as hundreds were wounded in a weekend of rare violence. (Photo by PATRICK BAZ / AFP) (Photo by PATRICK BAZ/AFP via Getty Images)

লেবাননে নবগঠিত সরকারকে প্রত্যাখ্যান করলো বিক্ষোভকারীরা। বুধবার, নিরাপত্তা বাহিনীর সাথে আন্দোলনকারীরা ব্যাপক সহিংসতায় জড়ায়।

রাজধানী বৈরুতের পার্লামেন্ট এলাকায় অবস্থান নেন ক্ষুব্ধ লেবানিজরা। তাদের অভিযোগ, বিশেষজ্ঞ হস্তক্ষেপ ছাড়া দেশের অর্থনৈতিক সংকটের সমাধান অসম্ভব। রাজনীতিকরা নিজ স্বার্থ হাসিলের জন্যেই একই মতাদর্শের সরকার গঠন করেছে।

বিক্ষোভকারীদের অভিংযোগ, নতুন সরকারও জনকল্যাণের নামে নিজেদের পকেট ভারী করবে। অবিলম্বে, গণদাবি মেনে কার্যকরী সরকার গঠনের স্লোগান দেন তারা।

মঙ্গলবারই, প্রধানমন্ত্রী হিসেবে হাসান দিয়াব এবং মন্ত্রিসভার ২০ জন সদস্য শপথ নেন। গেলো সেপ্টেম্বর থেকে উত্তাল লেবানন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply