রাজস্ব আদায়ে কঠোর অবস্থানে থাকবে: এনবিআর

|

জিরো টলারেন্স ফাকা বুলি নয়, রাজস্ব আদায়ে কঠোর অবস্থানে থাকবে এনবিআর। ঘাটতি মেটাতে নেওয়া হবে নতুন পরিকল্পনা।

বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম।

কাস্টমস দিবস উপলক্ষ্যে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, রাজস্ব আদায় বাড়াতে, বিশেষ অভিযান চলবে। কর্মকর্তাদের কাজে গতি আনতে দুর্নীতির বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এনবিআর। শুণ্য শুল্কে আমাদানি বাড়লেও, বেসরকারি বিনিয়োগ সেই অনুপাতে গতি নেই।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এনবিআর চেয়ারম্যান বলেন, বিনিয়োগের বড় বাধা ব্যাংক ঋণের উচ্চ সুদ হার। তবে অন্য কারণও রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply