রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দেড় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। এছাড়াও এতে একজন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর চারটার দিকে একটি বাসা থেকে আগুনের সুত্রপাত হলে মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় দেড় শতাধিক বাড়ির পাঁচ শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় জনপ্রতিধিরা ক্ষতিগ্রস্তদের পাশ্ববর্তী বঙ্গবন্ধু বিদ্যা নিকেতন মাঠে অস্থায়ীভাবে আশ্রয়ের ব্যবস্থা করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, অগুনের সূতপাতের মূল কারণ এখনো জানা যায়নি; তবে তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
Leave a reply