চীনে রহস্যজনক ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে; আক্রান্তের শিকার প্রায় সাড়ে ৮শ’। আজ, দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানা।
এরইমাঝে, সংক্রমণের কেন্দ্রস্থল উহান’সহ আরও ৫টি শহরে গণপরিবহণের চলাচল বন্ধ করে দিয়েছে সরকার। সেসব শহরের অধিবাসীদের চলাফেরার ওপর আরোপ করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। বন্ধ রাখা হয়েছে ট্রেন-বিমানের চলাচলও। হুবেই প্রদেশেই ২ কোটির বেশি মানুষের বসবাস। ভাইরাসের এই দ্রুত বিস্তারকে আশঙ্কাজনক হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিওএইচও।
এরইমাঝে, দেশটিতে জারি করা হয়েছে জরুরি ও সর্বোচ্চ স্বাস্থ্য সর্তকতা। তবে, এখনই বিশ্বজুড়ে সতর্কতা ঘোষণা করতে চায় না ডব্লিওএইচও। গবেষকদের দাবি- মানব শরীর থেকেই ছড়াচ্ছে ভাইরাসটি। তাই, যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-জাপানসহ বিভিন্ন দেশেও মিলছে প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি।
Leave a reply