পাখ পাখালি দেশের রত্ন,আসুন করি সবাই যত্ন এই স্লোগানকে সামনে ধারণ করে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হলো পাখি মেলা। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে শুক্রবার সকালে জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে ১৯ তম এ পাখি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম।
পাখি মেলা উপলক্ষে পাখি সংরক্ষণে বসেছে বিভিন্ন স্টল। দিন ব্যাপি এ পাখি মেলায় রয়েছে শিশুদের চিত্রাঙ্কনসহ নানা আয়োজন। এছাড়া পাখি সংরক্ষণে বিশেষ অবদান রাখায় বেশ কয়েকজনকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a reply