ঢাকা থেকে দুঃশাসন ও দুর্নীতি দূর করতে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটির বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় এসব কথা বলেন তিনি।
তাবিথ বলেন, নির্বাচন থেকে বিএনপিকে না সরাতে পেরে হামলা চালাচ্ছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তবে তার দলের সমর্থকদের শান্তিপূর্ণ ভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া প্রচারণায় অংশ নিয়ে, আ স ম আবদুর রব বলেন, তাবিথ আউয়ালের উপর হামলা চালিয়ে সরকার বিএনপির বিজয় ঠেকাতে পারবে না।
Leave a reply